দিন রাত এক করে দিল্লি হরিয়ানা সীমান্তে কৃষকদের খাবার রান্না করে চলেছে ২৫ জনের এক মুসলিম যুবকের দল
নিউজ ডেস্ক বঙ্গ রিপোর্ট: মোদি সরকারের কালাা কানুন কৃষি আইনের প্রতিবাদেে ছয় সাতদিন ধরে দিল্লি হরিয়ানা সীমান্তে পাঞ্জাব হরিয়ানা রাজস্থান ও উত্তরপ্রদেশের কৃষকদের আন্দোলনে উত্তাল হয়ে উঠেছে দেশ। কৃষকদের এই আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে দেশের বিভিন্ন প্রান্তে চলছে অবস্থান।
সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর পাঞ্জাবের মালেরকোটলা থেকে ২৫ জনের একটি মুসলিম যুবকের দল দিল্লি-হরিয়ানা সিংহু সীমান্তে আন্দোলনরত কৃষকদের রান্না করে দিনরাত এককরে খাবার সরবরাহ করে চলেছে। এই গ্রুপের সদস্য মুবিন ফারুকী বলেছেন, “আমরা ভাগ্যবান যে আমরা আমাদের কৃষক ভাইদের সেবা করার সুযোগ পেয়েছি।”
A group of 25 people from Malerkotla, Punjab cooks and serves food to agitating farmers at Delhi-Haryana border in Singhu. "We are fortunate to have got a chance to serve our farmer brothers," says Mubin Farooqui, a member of the group. pic.twitter.com/p8gZrtm2nY
— ANI (@ANI) December 3, 2020
দিল্লির মসজিদ গুলিতে আন্দোলনরত কৃষকদের জন্য খাবারের ব্যবস্থা: প্রশংসা নেট দুনিয়ায়

