সময় অভাবে হাইকোর্টে আনিস খুন মামলার শুনানি হল না আজ! পুলিশের পোশাক আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত
নিউজ ডেস্ক বঙ্গ রিপোর্ট: ছাত্র নেতা আনিস খানের মামলার শুনানি হল না। বৃহস্পতিবার এই মামলার শুনানি হওয়ার কথা থাকলেও শেষপর্যন্ত সময়াভাবে মামলাটির শুনানি হয়নি বলে জানা গিয়েছে। এবিষয়ে আনিসের বাবা সালেম খানের আইনজীবী ইমতিয়াজ আহমেদ বলেন, ‘বৃহস্পতিবার হাইকোর্টে এই মামলার শুনানি হওয়ার কথা থাকলেও মামলার ক্রমতালিকায় এটি ছিল ২৭ নম্বরে। কিন্তু সেই নম্বর পর্যন্ত আসার আগেই এদিন আদালতের কাজের সময় শেষ হয়ে যায়। ফলে মামলাটি আর আদালতের সামনে ওঠেনি। আমরা আবেদন করেছি শুক্রবার মামলাটি যেন শুনানির তালিকায় প্রথমদিকে রাখা হয়।’
বৃহস্পতিবারই আদালতের কাছে জমা পড়ার কথা তদন্তের জন্য গঠিত হওয়া স্পেশাল ইনভেস্টিগেশন টিম বা সিটের রিপোর্ট। অন্যদিকে এদিন গ্রেপ্তার হওয়া আমতা থানার দুই কর্মীকে আগামী ২৩ মার্চ পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। আনিসের পক্ষের আইনজীবী অভ্রজিৎ দাস বলেন, এই মামলায় দুটি মোটরসাইকেল, পুলিশের পোশাক এবং একটি আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করেছে পুলিশ। যা আদালতে পেশ করা হয়েছে। রাজ্য পুলিশের একটি সূত্রে জানা গেছে, যে আগ্নেয়াস্ত্রটি বাজেয়াপ্ত হয়েছে সেটি গ্রেপ্তার হওয়া হোমগার্ডের মাস্কেট। থানা থেকেই সেটি বাজেয়াপ্ত করা হয়েছে। সেইসঙ্গে তাঁদের পোশাক এবং মোটরসাইকেল দুটি অন্য জায়গা থেকে বাজেয়াপ্ত করা হয়েছে। এই মামলার তদন্তের দায়িত্ব প্রথমে আমতা থানার পুলিশের হাতে থাকলেও শেষপর্যন্ত সিট গঠন করে রাজ্য সরকার। তদন্তে নেমে আমতা থানার দুই পুলিশকর্মীকে গ্রেপ্তার করা ছাড়াও সিটের আধিকারিকরা জেরা করেছেন ওই থানার ভারপ্রাপ্ত আধিকারিক দেবব্রত চক্রবর্তীকে। সেইসঙ্গে আদালতের নির্দেশে বারাসতের ডিস্ট্রিক জাজের তত্ত্বাবধানে কবর থেকে আনিসের দেহ তুলে এসএসকেএম হাসপাতালে হয়েছে ময়নাতদন্ত। তদন্তের অগ্রগতি–সহ সমস্ত রিপোর্ট আদালতের কাছে মুখবন্ধ খামে জমা দেবে সিট।