গ্রেড পে হল ৩,৬০০! আন্দোলনের জয় দেখে দীর্ঘ ১৪ দিনের অনশন প্রত্যাহার শিক্ষকদের
নিউজ ডেস্ক বঙ্গ রিপোর্ট: দীর্ঘ ১৪ দিন আন্দোলনের জয়ের গন্ধ পেল প্রাথমিক শিক্ষকরা। গ্রেড পে হয়েছে একলাফে ২,৬০০ থেকে ৩,৬০০। এদিন নবান্ন থেকে রীতিমতো নির্দেশিকা জারি করে জানিয়ে দেওয়া হয়েছে, চাকরিতে যোগ দিলেই এবার ২৫ হাজার থেকে শুরু হবে মাইনে।
আর নির্দেশিকা জারি হতেই টানা ১৪ দিন আন্দোলনের পর অনশন তুলে নেওয়ার সিদ্ধান্ত নিলেন প্রাথমিক শিক্ষকরা। রাজ্যের এই নমনীয় মনোভাব এবং বেতন বাড়ানোর সিদ্ধান্তকে আন্দোলনের জয় হিসেবেই দেখছেন প্রাথমিক শিক্ষকরা।
আন্দোলনকারীদের দাবি ছিল গ্রেড পে ৩৯০০ টাকা করার, সরকারি তরফে ৩৬০০ টাকা করার ঘোষণা করলে প্রথমের দিকে আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু শেষমেশ সকলের মতামতের ভিত্তিতে সরকারের দেওয়া ৩৬০০ গ্রেড পে মেনে নিয়ে আন্দোলনের জয় হয়েছে ভেবে নিয়ে দীর্ঘ ১৪ দিনের অনশন কর্মসূচি প্রত্যাহার করে আন্দোলনের গতি ঘোষণা করেন।