হজের প্রস্তুতি তুঙ্গে, সৌদি পৌঁছলেন ১৪ লাখেরও বেশি হাজী, লাব্বাইক লাব্বাইক ধ্বনিতে মুখরিত কাবা প্রাঙ্গন
ডিজিটাল ডেস্ক, বঙ্গ রির্পোট: শুক্রবার পর্যন্ত ১৪ লাখ ৪৯ হাজার ৯৫১ জন হজযাত্রী বিভিন্ন দেশ থেকে সৌদি আরব এসে পৌঁছেছেন। এসব হজযাত্রীদের মধ্যে বাংলাদেশ, পাকিস্তান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও তিউনিসিয়ার কিছু যাত্রী মক্কা রুট ইনেশিয়েটিভ প্রকল্পের আওতায় নিজ নিজ দেশ থেকে সৌদি আরবের ইমিগ্রেশন সম্পন্ন করে এসেছেন।
এর ফলে তাদের আর জেদ্দা ও মদিনা বিমানবন্দরে অপেক্ষা করতে হয়নি। এমনকি তাদের লাগেজও বহন করতে হয়নি। তাদের লাগেজ হোটেলে পৌঁছে দেওয়া হয়েছে।
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। বৃহস্পতিবার (১ আগস্ট) সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় হজ অনুষ্ঠিত হবে আগামী ১০ আগস্ট (শনিবার)।