ময়নাগুড়িতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা: লাইনচ্যুত বিকানের এক্সপ্রেসের ৪ টি যাত্রীবাহী কামরা
নিউজ ডেস্ক বঙ্গ রিপোর্ট: জলপাইগুড়ির ময়নাগুড়িতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। লাইনচ্যুত বিকানের থেকে গুয়াহাটিগামী ট্রেনের একাধিক কামরা। বৃহস্পতিবার সন্ধ্যায় ময়নাগুড়ির দোমোহনি এলাকায় দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়রা উদ্ধারকাজ শুরু করেছেন। খবর পেয়ে নিউ জলপাইগুড়ি থেকে রওনা দিয়েছেন রেলের আধিকারিকরা। অন্ধকার নেমে আসায় হতাহতের সংখ্যা জানা যায়নি। রেলের তরফে জানানো হয়েছে, ৪টি যাত্রীবাহী কামরা লাইনচ্যূত বয়েছে।
BREAKING NEWS
ময়নাগুড়ি ও দোমহনী জংশনের মাঝে ওভারব্রীজ সংলগ্ন এলাকায় লাইনচ্যুত গৌহাটিগামী আপ বিকানের এক্সপ্রেসের চারটি বগি। প্রচুর হতাহতের আশঙ্কা। শুরু হয়েছে উদ্ধার কাজ। pic.twitter.com/ZGqvYAvfxA— BANGA REPORT (@BangaReport) January 13, 2022
আলিপুরদুয়ারের বিভাগীয় রেল আধিকারিক দিলীপ কুমার সিং জানিয়েছেন, বিকানের এক্সপ্রেসের ৪টি কামরা লাইনচ্যুত হয়েছে। করোনার জেরে ট্রেনে যাত্রী কম ছিল। ইতিমধ্যে রেলের আধিকারিকরা উদ্ধারকারী ট্রেন নিয়ে দুর্ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছেন। ঘটনাস্থলে যাচ্ছেন DRMও। তবে এখনো হতাহতের কোনও খবর নেই। নিউ ময়নাগুড়ি ও দোমোহনির মাঝখানে দুর্ঘটনাটি ঘটেছে।
ওদিকে দুর্ঘটনার যে ছবি এসে পৌঁছেছে তাতে দেখা যাচ্ছে লাইন থেকে ছিটকে পড়েছে বেশ কয়েকটি কামরা। কয়েকটি কামরা দুমড়ে গিয়েছে। রাতের অন্ধকার উদ্ধারকাজে বাধা তৈরি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কী করে দুর্ঘটনা ঘটল জানতে তদন্ত শুরু করেছে রেল।