মনমোহন সিংহ এর মতো একজন যোগ্য প্রধানমন্ত্রীর অভাব দেশ অনুভব করছে: তাঁর জন্মদিনে শুভেচ্ছা রাহুল গান্ধীর
নিউজ ডেস্ক বঙ্গ রিপোর্ট: মনমোহন সিং–এর মতো একজন গভীরতা সম্পন্ন প্রধানমন্ত্রীর অনুপস্থিতি ভারত অনুভব করছে। প্রাক্তন প্রধানমন্ত্রীর ৮৮ তম জন্মদিনে রাহুল গান্ধী এই ভাবেই শুভেচ্ছা জানালেন তার দলের বর্ষীয়ান নেতাকে। কংগ্রেসের প্রাক্তন সভাপতিই মনমোহন সিংকে প্রথম শুভেচ্ছা জানান। তিনি তার শুভেচ্ছা বার্তায় লিখেছেন, ‘’ভারত মনমোহন সিং–এর মতো গভীরতা সম্পন্ন প্রধানমন্ত্রীর অভাব অনুভব করে। ওনার সততা, সৌজন্য এবং নিষ্ঠা আমাদের সকলের কাছে অনুপ্রেরণা। জন্মদিনে ওনাকে শুভেচ্ছা জানাই এবং আশা করি একটি চমৎকার বছর ওনার সামনে রয়েছে।‘’
India feels the absence of a PM with the depth of Dr Manmohan Singh. His honesty, decency and dedication are a source of inspiration for us all.
Wishing him a very happy birthday and a lovely year ahead.#HappyBirthdayDrMMSingh
— Rahul Gandhi (@RahulGandhi) September 26, 2020
কংগ্রেসের পক্ষ থেকে মনমোহন সিংকে একজন নিষ্ঠাবান নেতা হিসেবে চিহ্নিত করে বলা হয়েছে প্রত্যেক ভারতীয়কে ভালো রাখতে উনি দায়বদ্ধ ছিলেন। ‘’একজন নিষ্ঠাবান নেতা যার প্রাথমিক উদ্দেশ্যই ছিল সমাজের সমস্ত নেতিবাচক প্রভাবকে দ্রুত ও সুনিশ্চিত ভাবে দূর করা। প্রত্যেক ভারতীয়ের ভালো থাকার প্রতি ড. মনমোহন সিং–এর দায়বদ্ধতাকেই আজ আমরা উদযাপন করব।‘’ দলের পক্ষ থেকে একটি স্বল্প দৈর্ঘের ভিডিও প্রকাশ করা হয়েছে যেখানে প্রাক্তন প্রধানমন্ত্রীর সাফল্যগুলিকে দেখানো হয়েছে।
গুজরাত কংগ্রেসের নেতা হার্দিক প্যাটেল মনমোহন সিং–এর প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী থাকাকালীন তার সুশাসন ও ভারতীয় অর্থনীতিকে শক্তিশালী করে তোলার জন্য। হিন্দিতে টুইট করে কংগ্রেসের নেতা লিখেছেন, ‘’মহান অর্থনীতিবিদ ও প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং–এর জন্মদিনে শুভেচ্ছা। ঈশ্বর ওনাকে সুস্বাস্থ্য ও দীর্ঘজীবন দান করুন। ড. সাহেবের জন্যই দেশ আর্থিক দিক থেকে শক্তিশালী হয়েছে। মানুষ তাকে একজন সুশাসক হিসেবে মনে রাখবে। জয় হো।‘’
মনমোহন সিং–এর জন্ম ১৯৩২ সালের ২৬ সেপ্টেম্বর অধুনা পাকিস্তানের গগ–এ। মূলত অর্থনীতিবিদ ড. সিং ১৯৯১ সালে রাজনীতিতে প্রবেশ করেন। পিভি নরসিমা রাও সরকারে তিনি ছিলেন অর্থমন্ত্রী। ২০০৪ থেকে ২০১৪ পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন মনমোহন সিং।

